অল্প টাকা বেশি এমবি
এই অফার টি সবার জন্য প্রযোয্য নাও হতে
পারে। আপনি এই অফার এর জন্য এলিগেবল কিনা
জানতে ডায়েল করুন *999*2#। ফিরতি মেসেজ
এ যদি এরকম আসে
“Registration Sofol Hoyeche. Apnar usage
target 4 minute……”
তাহলে আপনি এই ট্রিকটি করতে পারবেন। এই
কাজটি আপনি দুইভাবে করতে পারবেন।
পদ্ধতি ১)
* আপনি ৩৯, ৭৯ বা ১০৯ টাকা রিচার্জ করলে এক
পয়সা সেকেন্ড চালু হবে।
* আপনি প্রথমে ৪ মিনিট কথা বলবেন। একটানা কথা
না বললে ও হবে। ২.৫০ টাকার মত কাটবে।
* তারপর প্রতি কলের জন্য আপনি পাবেন ১
এম্বি। এখানে আপনি যেকোন জিপি নাম্বারে
ফোন করে এক সেকেন্ডের জন্য ধরতে
হবে তারপর ফোন কেটে দিবে। এজন্য
আপনি ১ এম্বি পাবেন। এভাবে প্রতি ১
সেকেন্ড কল করার জন্য এক এম্বি পাবেন।
দ্রুত কল করার জন্য টিউনটির নিচের অংশ দেখুন।
পদ্ধতি ২)
প্রথমে *121*1*5*2# ডায়েল করে
আপনার অন্য ফোনের নাম্বার দিন। এতে
আপনার অন্য ফোনের সাথে সুপার
এফএনএফ হবে। ফলে প্রতি কলে ১০
সেকেন্ড পালসে ৬ পয়সা/সেকেন্ড
কাটবে। (১০ সেকেন্ড-এ ও ৬ পয়সা
কাটবে)
এখানে আপনি ১.৭০ টাকায় ৪ মিনিট আনতে
পারেন। এটা আনতে ডায়েল করুন
*1000*1#।
এখন আপনি ৪ মিনিট কথা বলে কেটে দিন।
তারপর প্রতি কলের জন্য পাবেন ১ এম্বি
করে।
অর্থাৎ আপনি একটি কল করে এক
সেকেন্ড কথা বলার পর কেটে দিন।
ফলে আপনার কাটবে ৬ পয়সা এবং পাবেন ১
এম্বি।
এছারাও আপনি যদি মিনিট দিয়ে কথা বলেন
তাহলে প্রতি মিনিটে পাবেন ১০ এম্বি।
কেননা জিপির সিস্টেম আনুযায়ী ২ মিনিট =
১.১০০ মিনিট হয়। এবং প্রতি ১ সেকেন্ড
কলে তা ১.৯০ এ নেমে আসে। ফলে
বুঝা যায় যে জিপিতে মিনিটের ক্ষেত্রে
তা ০.১০ পালসে কাজ করে।
ত এভাবে একটু কষ্ট করে হাতিয়ে নিন অনেক
মেগাবাইট।
amir facebook id
amir facebook id
Comments
Post a Comment