পাওয়ার বাটন নষ্ট? পিসি খুলুন কিবোর্ডের মাধ্যমে

আসসালামু আলাইকুম।আশা করি ভালো আছেন।আজ আপনাদের শেখাবো কিভাবে কিবোর্ড দিয়ে কম্পিউটার খুলবেন।কম্পিউটার চালু করার সাধারণ পদ্ধতি হলো পাওয়ার বাটন চাপা।পাওয়ার বাটন যদি নষ্ট হয়ে যায় তাহলে কি করবেন?
এর একটি উপায় হলো প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় কিবোর্ড থেকে Del বাটনটি চেপে ধরে Bios এ প্রবেশ করতে হবে।এরপরে Power Management Setup নির্বাচন করে এন্টার চাপুন।এখন Power on my keyboard নির্বাচন করে এন্টার দিন।তারপর আবার Password নির্বাচন করে এন্টার দিন।Enter Password এ কোন একটি কি Password হিসেবে দিয়ে সেভ(F10)করে বেরিয়ে আসুন।হয়ে গেল কাজ।এরপর কিবোর্ড থেকে উক্ত কি অথাৎ পাসওয়ার্ড কি চেপে পিসিটি চালু করতে পারবেন।গিগাবাইট এবং অন্যান্য মাদারবোর্ডের ক্ষেত্রে একই শর্ত প্রযোজ্য।কি শিখে গেলেন তো।ধন্যবাদ।

Comments