UC Handler দিয়ে Play Store এর App ডাউনলোড এখন খুব সহজে
আমি
→আশা করি প্রায় সকলেই Banglalink Free Net চালাচ্ছেন।
↓
↓
→কিন্তু সমস্যা একটাই যে UC Handler দিয়ে যে Speed পাওয়া যায়,কোনো VPN যেমন Psiphon,Netify ইত্যাদিতে তেমন স্পিড পাওয়া যায়না। তাই
Playstore এর App গুলো ইন্সটল করতে অনেক সময় নষ্ট হয়।
♦কিন্তু আজ আমি যে Tips দিবো তো,
আগুনবিডি তে এর আগে এমন পোস্ট করা হয় নেই। যারা জানেন না শুধু তাদের জন্য।
♦তো এখন শুরু করা যাক
→চলুন দেখি কীভাবে Uc দিয়ে Play Store এর App Download করবো↓
↓
↓
♦প্রথমে যে App টি Install করতে চান সেটি Google এ সার্চ করুন। তারপর Page Info হতে Playstore এর Link এর
Package Name কপি করুন♦
↓
↓
Https://Apps.Evozi.Com/Apk-Downloader
↓
↓এই লিংকে যান এবং এখানে
Package Name Paste করুন।
↓
↓
↓
→এবার Generate Download Link এ ক্লিক করুন।
♣তারপর লোডিং শেষ হলে Click Here To Download এ ক্লিক করুন♣
↓
→আর হ্যা ডাউনলোড করতে অবশ্যই Proxy Site ব্যবহার করুন। যেমন-
Hiload.Org,Hideip.Co ইত্যাদি।
★(বি.দ্র): প্রায় সকল Free Appস পাওয়া যায়,Paid Apps পাবেন না। এছাড়া Latest Updated অ্যাপস থাকে না★
কোন সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দেন।
সমাধান করে দেওয়ার চেষ্টা করব।
♥♥♥ধন্যবাদ♥♥♥
Comments
Post a Comment