]য়ারা ২০১৭ সালে S.S.C Exam দিয়ে A+ পেয়েছেন তাদের জন্য প্রতি মাসে ২০০০ টাকা দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক।

◄█▓▒░ শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ ░▒▓█►
প্রতিমাসে ২ হাজার টাকা করে বৃত্তি দিবে ডাচ বাংলা ব্যাংক, শিক্ষাবৃত্তির কর্মসূচীর আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিস্থানে উচ্চ মাধ্যমিক,স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করছে ।
.এসএসসি-২০১৭উত্তীর্ন মেধাবী শিক্ষার্থীরা ডাচ বাংলা ব্যাংক শিক্ষা বৃত্তি র আবেদন করতে পারবেন….. আবেদন শুরু: ৭ মে ২০১৭ আবেদন শেষ : ৫ জুন ২০১৭ আবেদন এর যোগ্যতা : সিটি কর্পোরেশন / জেলাশহর এলাকার স্কুল / শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের জন্য : জিপিএ৫ গ্রামের/অনগ্রসরএলাকার শিক্ষার্থীদের জন্য : জিপিএ ৪.৮৩ বা তার উপর।আবেদন লিংক

Comments